বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিপিএল থেকেও ছিটকে গেলেন এবাদত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৯

আফগানিস্তান সিরিজে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন এবাদত হোসেন। এই ইনজুরির কারণে প্রথমে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত বড় দুই টুর্নামেন্টে থেকে ছিটকে যান তিনি। তবে এবার ছিটকে গেলেন বিপিএল থেকেও।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে চলছে বিপিএলের খেলোয়াড় নিলাম। সেখানে জানানো হয়,  জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল খেলতে পারবেন না পেসার এবাদত হোসেন।

এবাদত হোসেন। ফাইল ছবি

চলতি মাসেই হাঁটুর অস্ত্রোপচার করেছেন এবাদত। যে কারণে ৬ থেকে ৭ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই পেসারের। আর এজন্যই আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না এবাদতের। এবারের আসরে বি ক্যাটাগরিতে ছিলেন এবাদত, যেখানে মূল্য ছিল ৫০ লাখ টাকা।

ইত্তেফাক/এসকে