রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪০

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র রোগ থেকে মুক্ত হওয়ায় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে ভাণ্ডারিয়া পৌর শেখ কামাল অডিটরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ছবি: ইত্তেফাক

আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহসভাপতি এবং সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা জেপির সভাপতি এবং সমুদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম সাইদ, জেপির কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল মাহফুজ পায়েল, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হাসান জুয়েল, ভাণ্ডারিয়া উপজেলা যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার।

সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেপি নেতা মো. জামাল উদ্দিন লিটন হাওলাদার।

এতে আরও উপস্থিত ছিলেন জেপির ভাণ্ডারিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি এবং পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক এবং ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা জেপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, মো. নুরুজ্জামান বেপারি, আব্দুর রহিম, জাসদের শ্রী সিদ্দার্থ চন্দ্র, জেপির কাউখালী মহিলা পার্টির উপজেলা সভানেত্রী আফরোজা আক্তার সনু, সাধারণ সম্পাদিকা সীমা আক্তার, ভাণ্ডারিয়া উপজেলা জেপির মো. রেজা আহম্মেদ দুলাল, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন তালুকদার, জেপির ভাণ্ডারিয়া উপজেলা মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, শিরিন খান, নাছিমা আক্তারসহ ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ (স্বরূপকাঠী) ও ইন্দুরকানী উপজেলা জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইমরান হোসেন।

ইত্তেফাক/পিও