দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক কর্মবিরতি এবং এক কর্মচারীকে কারণ দর্শানোর আদেশ দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) উপ-বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর স্বাক্ষরিত একটি আদেশে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয় প্রতিষ্ঠানটি।
সাময়িক কর্মবিরতিতে থাকা ব্যক্তিরা হলেন, শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-২ এ দৈনিক ভিত্তিক সুপারভাইজার হিসাবে কর্মরত মনির হোসেন শোভন, ও গণপূর্ত উপবিভাগ আরবরিকালচারের ভাউচারভিত্তিক কার্য-সহকারি মৌ-মনি এবং গণপূর্ত উপবিভাগ-২ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শরীফ মো. সানাউল হককে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে।
উপ-বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ায় হোসেন স্বাক্ষরিত এক আদেশে গণপূর্ত উপবিভাগ-২ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শরীফ মো. সানাউল হককে অনুমোদিত ছুটি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে কারণ দর্শানোর কথা বলা হয়।
এদিকে প্রধান বৃক্ষ-পালনবিদ শেখ মো. কুদরত-ই-খুদা স্বাক্ষরিত এক আদেশে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে আরবরিকালচার গণপূর্ত উপবিভাগের ভাউচারভিত্তিক কার্য-সহকারী মৌ মনিকে সাময়িক কর্ম বিরতির আদেশ দেওয়া হয়।
এছাড়াও শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক আদেশে শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ-২ এ দৈনিক ভিত্তিক সুপারভাইজার হিসেবে কর্মরত মনির হোসেন শোভনকে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে সাময়িকভাবে কাজ হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে এমন অনিয়ম সৃষ্টিকারী এসব কর্মচারীরা গণপূর্ত অধিদপ্তরের ভবিষ্যৎ কার্যক্রমকে ব্যহত করবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।