মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

এমবাপ্পের চোট গুরুতর নয় 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১০

লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে মাঠে নেমে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ফরাসি তারকার চোট খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
 
রোববার (২৪ সেপ্টেম্বর) পার্ক দি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে পিএসজি। তবে এই ম্যাচে পিএসজি জয় নিয়ে মাঠ ছাড়লেও অস্বস্তি নিয়ে মাঠে ছাড়েন এমবাপ্পে। ইনজুরির কারণে ম্যাচের ৩১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। 

এমবাপ্পেকে বদল করা নিয়ে পিএসজি কোচ এনরিক বলেন, 'আমি ঠিক জানি না কী ঘটেছে তবে আমি মনে করি এটি একটি নক ছিল। ও স্ট্র্যাপিং পরিবর্তন করার এবং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যথা দূর হয়নি। আমার মনে হয় না গুরুতর কিছু এবং শীঘ্রই ও ফিরে আসবে। তবে একজন খেলোয়াড় যখন ১০০ শতাংশ না হয় তখন ঝুঁকি না নেওয়াই ভালো।'

ইত্তেফাক/ওএফ/জেডএইচ