সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব? 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৮

পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে শর্ত সাপেক্ষ খেলতে চান তামিম ইকবাল। কিন্তু আনফিট খেলোয়াড়কে দলে রাখার পক্ষে নন অধিনায়ক সাকিব আল হাসান। দলের মাঝে অসন্তোষ থাকলে অধিনায়কত্ব ছাড়তে চান সাকিব। দেশের একটি জাতীয় দৈনিককে এমনটাই জানিয়েছেন প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

 তিনি বলেছেন, 'সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ অর্ধেক ফিট কোনো খেলোয়াড়কে নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।'

সোমবার (২৫ সেপ্টেম্বর) ছুটি কাটিয়ে ঢাকাই ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। ওই আলোচনায় বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

 

ইত্তেফাক/জেডএইচ