বিএনপির রোডমার্চের সমাবেশকে চাঙা রাখতে নগরীর শিববাড়ী মোড়ের সমাবেশস্থল শিল্পীরা দেশাত্মবোধক ও গণসংগীত গেয়ে মাতিয়ে রেখেছেন। এদিকে দেশাত্মবোধক গানের পাশাপাশি মঞ্চ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ থেকে খুলনার উদ্দেশে রোডমার্চ শুরু করে বিএনপি।
১৬০ কিলোমিটার দূরত্বের রোডমার্চ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খুলনায় এসে পৌঁছেনি। রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মিছিলকারীরা বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করে।
সরকার পতনের এক দফা দাবিতে ঝিনাইদহ থেকে শুরু করে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলা হয়ে ১৬০ কিলোমিটার ঘুরে খুলনার শিববাড়ী মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির রোডমার্চ কর্মসূচি।
মঙ্গলবার দুপুর ২টার পর থেকেই খুলনার বটিয়াঘাটা, রূপসা, ডুমুরিয়া, পাইকগাছা, সাতক্ষীরা, বাগেরহাট, সহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপির মিছিল নগরীর শিববাড়ী মোড়ের সমাবেশস্থলে এসে পৌঁছায়। দুপুর ৩টার মধ্যে কানায় কানায় লোকে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। মিছিলগুলোতে নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
এদিকে, রোডমার্চকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের কারণে খুলনা মহানগরীর শিববাড়ী মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালসহ নগরীর গল্লামারী মোড়, ময়লাপোতা মোড়, ডাকবাংলো মোড় ও জোড়াগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ তীব্র ভোগান্তির মধ্যে পড়েছে।
বাগেরহাটের বাদে কাড়াপাড়া গ্রাম থেকে রোডমার্চের সমাবেশে আসা যুবদল কর্মী শেখ সাইফুজ্জামান বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের অসনীয় দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় রোডমার্চের সমাবেশে এসেছি।
মাগুরার শালিখা উপজেলা থেকে আসা বিএনপি কর্মী গোলাম হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।