রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কয়েকদিন ধরে কী ঘটেছে ক্রিকেটপাড়ায়, জানাবেন তামিম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানান নাটকীয়তা। দেশসেরা ব্যাটার তামিম ইকবাল থাকছেন কি থাকছেন না। তা নিয়ে চলছে নেটনাগরিকদের মধ্যে চলেছে তর্ক-বিতর্ক। তাইত ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছিল স্কোয়াড ঘোষণার।

শেষ মুহুর্তে স্কোয়াড ঘোষণার আগে কোচ, অধিনায়ক, সাবেক ক্রিকেটারকে নিয়ে দফায় দফায় আলোচনায় বসেছেন বিসিবি ও বোর্ড সভাপতি। সকল নাটকীয়তার অবসান তামিমকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই কয়েকদি কি ঘটেছিল ক্রিকেটপাড়ায় তা সকলের অজানা। সেই অজানা কথাই জানাবেন তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল লেখেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

 

আজ বিকেলে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ছাড়বেন ক্রিকেট দল।

ইত্তেফাক/এএম