বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অবশেষে কাজে ফিরছে হলিউড

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩২

ধর্মঘটের ১৪৮ দিন পর তা প্রত্যাহার করে আজ বুধবার থেকে কাজে ফিরছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। গতকাল মঙ্গলবার এই ধর্মঘট শেষ হয়েছে।

দি নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী,এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে ইউনিয়ন জানিয়েছে, রাইটার্স গিল্ড অব আমেরিকা(ডব্লিউজিএ) এমপিটিপি’র(এলায়েন্স অব মোশন পিকচার এন্ড টেলিভিশন প্রোডিউসার্স) সাথে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে। পাঁচ দিন ধরে আলোচনার পর তিন বছরের জন্য চুক্তি হয়েছে। মঙ্গলবার চুক্তির সমর্থনে পরিচয় গোপন রেখে ভোটাভুটির কর্মসূচির পরেই ধর্মঘট তোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যায্য পারিশ্রমিকের দাবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে আওয়াজ তুলে গেল ২ মে পথে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। তাদের এই আন্দোলনে অংশ নেন অভিনেতারাও। গত ছয় দশকে হলিউডে এত বড় আন্দোলন হয়নি। লেখকদের এই আন্দোলন রীতিমতো সাড়া জাগিয়েছে হলিউডে। এতে একদিকে যেমন স্তব্ধ হয়ে গেছে একাধিক বিগ বাজেট ছবির কাজ, তেমনি বেশ কিছু ছবি মুক্তির তারিখও পিছিয়ে দিতে হয়েছে।

এই আন্দোলনে যুক্ত রয়েছে ডব্লিউজিএর প্রায় সাড়ে ১১ হাজার সদস্য। তাদের সঙ্গে অংশ নিয়েছে স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস তথা এসএজি–আফট্রার প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য। তাদের সঙ্গে রয়েছে অভিনেতাদের ইউনিয়নও।

হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছিলেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ, মার্গো রবি, ড্যানিয়েল র‍্যাডক্লিফ, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারাও।

ইত্তেফাক/পিএস