প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা, তরুণ সমাজ আজকে একটি সুরে, একটি নামে ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তরুণ সমাজ দৃঢ় বিশ্বাস করে শেখ হাসিনা দেশের লাখো কোটি মানুষের দিন বদলে দিয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রবাসী মন্ত্রী বলেন, তারা প্রবলভাবে আস্থা ও বিশ্বাস করে যে, শেখ হাসিনা যেমন অতীতে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবের দোরগোড়ায় এনে দিয়েছেন। ঠিক তেমনি আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে তার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে তরুণ সমাজের কাছে শেখ হাসিনার যেমন কোনো বিকল্প নেই ঠিক তেমনি ছাত্রলীগের সমাবেশের সীমাবদ্ধতাও নেই। এটি বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর একটি প্রতীকী ছাত্র সমাবেশে। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে আজকের এ তরুণদের শক্তির ওপর ভিত্তি করে বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনা নিরঙ্কুশ বিজয় লাভ করবেন।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীবের পরিচালনায় ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল,জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক ও সভাপতি গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, মোজাম্মেল হক মেনন, নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুববিষয়ক সম্পাদক কামরুল হাসান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, শাহজাহান সিদ্দিক সাবুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, বর্তমান সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মো. কামরুলসহ অনেকে