নাইজারে আবারও সশস্ত্র বিদ্রোহীদের হামলার ঘটনায় অন্তত ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনা সদস্যদের ওপর হামলা চালায় শত শত মোটরসাইকেল আরোহী সশস্ত্র বিদ্রোহী।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিদ্রোহীদের হামলা ও এর জেরে সৃষ্ট লড়াইয়ে সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন। অন্য পাঁচজন হামলার শিকার হওয়া ইউনিটকে সাহায্য করাতে যাওয়ার পথে নিহত হন।