শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

উইপোকায় খেল ২৪ লাখ টাকা!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩

মেয়ের বিয়ের জন্য তিলে তিলে জমান ১৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা)। কিন্তু সব টাকায় খেয়ে ফেলেছে উইপোকা। এমন কাণ্ডে হতবাক ওই নারী। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মোরাদাবাদের বাসিন্দা অলকা পাঠক বারোদা ব্যাংকের আশিয়ানা ব্রাঞ্চে গত অক্টোবরে ১৮ লাখ রুপি তার লকারে রাখেন। সম্প্রতি ওই ব্যাংকের কর্মকর্তারা অলকার সঙ্গে যোগাযোগ করেন। তারা লকারের চুক্তি নবায়ন করতে এবং 'নো ইউর কাস্টমার ডিটেইলস' পরিষেবাটি আপডেট করতে ব্রাঞ্চে আসতে বলেন। 

এরপর গত সোমবার ব্যাংকে যান অলকা। সেখানে তিনি লকারে তার জমানো অর্থও চেক করতে যান। কিন্তু লকার খুলতেই তার চোখ যেন কপালে উঠে। দেখেন, সব নোট উইপোকার আক্রমণে নষ্ট হয়েছে। এতে হতবাক হয়ে পড়েন ব্যাংকের কর্মকর্তারাও। 

দ্রুত এ খবর ছড়িয়ে যায় এবং গণমাধ্যমের পক্ষ থেকে ব্রাঞ্চের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। ওই ব্যাংকের ম্যানেজার জানান, উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

অলকা পেশায় একজন ছোট ব্যবসা ব্যবসায়ী, পাশাপাশি গৃহ শিক্ষকতা করেন। 

ইত্তেফাক/এসআর