বৃষ্টিকে উপেক্ষা করে ২০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শরীয়তপুরের জাজিরা-পালংয়ে আনন্দ র্যালির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
এসময় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের শিল্পকলা একাডেমি মাঠ থেকে বের হওয়া র্যালিতে জনতার ঢল নামে। পরে মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি থেকে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর মুরাল যেয়ে শেষ হয়।
শরীয়তপুর-১ নির্বাচনী এলাকা সদর ও জাজিরা উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে জনপ্রতিনিধিসহ প্রায় ২০ হাজার দলীয় নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরে এসে মিছিলে যোগ দেয়। আনন্দ মিছিলে ইকবাল হোসেন অপু এমপি ছাড়াও অংশগ্রহণ করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর সদর পৌরসভা প্যানেল মেয়র বাচ্চু বেপারি, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি অদুদ সরদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার, ও আবদুল মান্নান মোল্লা, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান, যুব মহিলা লীগের আহ্বায়ক আসমা আক্তার, যুগ্ম আহ্বায়ক, চন্দনা দে, পান্না খান, জেলা আওয়ামী লীগের সদস্য এড আলমগীর মুন্সি, এড জহিরুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাহ হোসেন দিপু মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে চৌরঙ্গীর মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ইকবাল হোসেন অপু এমপি। এছাড়া বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনল কুমার দের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।