রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জেপি মহাসচিব শেখ শহীদের জন্মদিন উদযাপিত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৮

কেক কাটা, দোয়া মাহফিলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ নানা আয়োজনে জাতীয় পার্টি-জেপির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। 

জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় যুবসংহতি। শেখ শহীদুল ইসলামের উপস্থিতিতে জেপি ও যুবসংহতির নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সেখানে কেক কাটেন। একই সঙ্গে শেখ শহীদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। 

জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু ছাড়াও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই