শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেলুচিস্তানে হামলায় ‘র’ জড়িত: পাকিস্তান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪২

পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) জড়িত ছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি শনিবার এ কথা বলেছেন। খবর ডনের।

কোয়েটায় মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, ‘যারা সুবিধাদাতার ভূমিকা পালন করছে, যারাই এই কাজ করছে- সে যে কেউই হোক না কেন, আপনি যাকেই বলুন না কেন - তারা সবাই আমাদের জন্য একই, সকলের একই উত্স রয়েছে, সকলেই এক জায়গা থেকে হ্যান্ডেল করা হচ্ছে, এর পিছনে ‘র’ রয়েছে।

মন্ত্রী আরও বলেছেন, ‘এর আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা যা বেলুচিস্তানে ঘটেছে সেগুলোর সবই বের করা হয়েছে। এগুলোর পিছনে র-এর সম্পৃক্ততা রয়েছে এবং যে শক্তিগুলো পাকিস্তানকে অস্থিতিশীল করতে চায় তারা রয়েছে।’

তিনি তার বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ দেননি।

বেলুচিস্তানের মাস্তুংয়ে ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবীর মিছিলকে লক্ষ্য করে একটি ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা সহ ৫৫ জন নিহত হওয়ার পরদিন এই মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)- হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। হামলার পরিপ্রেক্ষিতে বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

একই দিনে খাইবার পাখতুনখোয়ার হাঙ্গুতে দ্বিতীয় বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়।

ইত্তেফাক/এসএটি