বানারীপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ৭৭টি ট্রলার নিয়ে বর্ণাঢ্য নৌর্যালি অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী নৌর্যালিটি দেখতে সন্ধ্যা নদীর দুই পাড়ে অসংখ্য মানুষ ভিড় করে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন র্যালির আয়োজন করে।
শের-ই- বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর নৌ-র্যালির পরামর্শ ও সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে ৭৭ পাউন্ডের কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় রাজুকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ধন্যবাদ জানান।
বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন স্থানীয় এমপি মো. শাহে আলম, শের -ই- বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সহ-সভাপতি মো. আক্তার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মামুন উর রশিদ স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালামসহ দলীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।