বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফুলবাড়ীতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২০, একজন গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১২:১৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এতে দু’পক্ষের প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে ফুলবাড়ী থানার পুলিশ। এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে রোববার (১ অক্টোবর) বিএনপির ৪০ নেতাকর্মী ও অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে পানিমাছকুটি এলাকার ফরহাদ হোসেন (৪৫) নামে বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শনিবার বিকেল চারটায় পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে উপজেলা বিএনপি নেতাকর্মীরা ফুলবাড়ী উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় সাড়া না দিয়েই উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপি সমর্থকদের কয়েকটি অটোরিকশা সদরে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীলভাবে শ্লোগান দিতে থাকেন। এসময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে উপজেলা সদরের তিনকেনা মোড়ে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার, বায়জিদ বোস্তামী বাঁধন ও উপজেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বিএনপি কর্মী তোতা মিয়া, যুবদল কর্মী রেজাউল, আয়নাল, আলামিন, শফিকুল ইসলামসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে এসে শান্তি সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন ও ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল। অন্যদিকে বিকেল সাড়ে চারটার দিকে বিএনপি নেতাকর্মীরা মহিলা ডিগ্রি কলেজ ও কদমতলা সড়কে একটি বিক্ষোভ মিছিল শেষে কদমতলা মোড়ে সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে আমাদের ১০-১২ জন সক্রিয় নেতাকর্মী আহত হন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন বলেন, আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তারপরও বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি দ্রুত বিএনপির নেতাকর্মীদের গ্রেতারের দাবী জানিয়েছেন।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লেখ করেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এইচএ