পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। লা লিগায় এমন ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামে লস ব্লাঙ্কোরা। ৩-০ গোলের জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) জিরোনার মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। লিংহামের ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন জোসেলু।
এরপর ম্যাচের ২১ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে পাওয়া বল হেড করে জালে জড়ান অঁরেলিয়ে চুয়ামিনি। তার গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭০ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। এবার গোল করেন বেলিংহ্যাম। রিয়ালের হয়ে এটি রিয়ালের হয়ে ৭ ম্যাচে অষ্টম গোল হয়ে গেল তার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো আনচেলত্তির শীর্ষ্যরা। অন্যদিকে সমান ৮ ম্যাচে ৬ জয় ও দুই ড্রতে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা।