শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

'শতভাগ ফিট আছেন সাকিব'

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৮:৪৪

অনুশীলনের সময় ফুটবল ফুটবল খেলতে গিয়ে চোট পান সাকিব আল হাসান। চোট কতটা গুরুতর তা দলের পক্ষে থেকে কিছুই জানায়নি। বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি বাংলাদেশ দলের অধিনায়ক। আর তাই বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিব খেলতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দেয় শঙ্কা।

তবে সেই শঙ্কা দূর করেছেন সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সাকিব শতভাগ ফিট আছেন বলে জানিয়েছেন এই ব্যাটার। সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। টস করতে এসে সাকিব প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।'

গৌহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার পর মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় যাবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নামবে লাল সাকিবের দল। 

ইত্তেফাক/জেডএইচ