বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গান্ধীর অহিংস নীতি অনুসরণ ও বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব: ভারতীয় হাইকমিশনার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০১:০৫

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, গান্ধীর অহিংস নীতি অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে সর্বত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে করে সব ধরনের বৈষম্যের অবসান হবে এবং মানবাধিকার রক্ষা হবে।

তিনি গতকাল সোমবার নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত তিন দিনব্যাপী বিশ্ব যুব শান্তি শিবির অনুষ্ঠানের সমাপনী দিনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। গান্ধী আশ্রম ট্রাস্ট প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গান্ধী আশ্রম ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনাসভায় ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস সভাপতিত্ব করেন। ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার ও সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন প্রমুখ।

ইত্তেফাক/এমএএম