শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারতীয় হাই কমিশনের আয়োজনে নজরুলের শ্যামাসঙ্গীত অনুষ্ঠিত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০১:০৭

ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) কর্তৃক আয়োজনে কাজী নজরুল ইসলামের শ্যামাসঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমানভাবে জনপ্রিয়। মা কালীকে নিয়ে নজরুল শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যেগুলোকে শ্যামাসঙ্গীত বলা হয়।

এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী এবং নজরুলের শ্যামাসঙ্গীতের নির্বাচিত গান পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য, এবং এটি আমাদেরকে এই দুই দেশের মানুষে-মানুষে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগ বিনির্মাণ করার একটি অনন্য প্ল্যাটফর্ম প্রদান করে।

এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।

ইত্তেফাক/এমএএম