নাপোলির মাঠে গিয়ে শুরুতেই গোল খেয়ে বসে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামের দারুণ নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় রিয়াল। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে নাপোলির ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোরা।
ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় নাপোলি। লিও অস্ট্রিগার্ড গোল করে লিড এনে দেন স্বাগতিকদের। তবে মাত্র ৮ মিনিটেই ম্যাচে ফিরে রিয়াল মাদ্রিদ। বেলিংহামের পাস থেকে পাওয়া বলে প্লেসিং শটে বল জালে জড়িয়ে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস।
এরপর ম্যাচের ৩৪ মিনিটে দারুণ এক গোল করে রিয়ালকে লিড এনে দেন বেলিংহাম। আর কোনো গোল না হলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা।
বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা আনে নাপোলি। পেনাল্টি থেকে গোল করে পিটর জেলেনেস্কি গোল স্বাগতিকদের সমতায় ফেরান। এরপর ম্যাচের ৭৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ভালভার্দে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো রিয়াল।