কেরানীগঞ্জ মডেল থানার কুলচর থেকে নবাবচর পর্যন্ত রাস্তার কার্পেটিং না করেই প্রকল্পের এক কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, এনবি ট্রেডার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠান কোনো প্রকার কাজ না করেই এই টাকা হাতিয়ে নিয়েছে। এ নিয়ে এলজিডি ঢাকা বিভাগের প্রকৌশলী মহল ও কেরানীগঞ্জে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে
কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজি মাহমুদুল্লাহ বিভাগীয় প্রকৌশলীকে জানান, তার সুপারিশে এলজিইডি প্রকল্পের ১ কোটি ৮৯ হাজার ৭১২ টাকা এনবি ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্পেন্টিং এর কাজ দেওয়া হয়। কিন্তু কাজ না করেই কাজ সমাপ্তির ভুয়া সনদ ও অনাপত্তিপত্র পাঠানো হয়েছে ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, সড়কে কোনো প্রকার কাজ হয়নি।
এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলীকে গত ২ অক্টোবর নোটিশ দিয়েছে এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। নোটিসে এলজিইডির ঢাকা অঞ্চল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম কেরানীগঞ্জ উপজেলার খোলামোড়া-কুলচর ভাইয়া নবাবচর সড়কের (কার্পেটিং) কাজ সরেজমিনে পরিদর্শন করার কথা উল্লেখ্য করেন। সেইসঙ্গে সড়কে কোনো প্রকার কার্পেটিংয়ের কাজ করা হয়নি বলে জানান।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহর সঙ্গে কথা বললে তিনি জানান, বিল তোলায় সহযোগিতা করে তিনি ভুল করেছেন। তবে তদন্তকারী প্রকৌশলীরা জানান, এটা কোনো ভুল নয়, এটা শাস্তিযোগ্য অপরাধ।