সূর্য উঠার আগ থেকে ঢাক-ঢোল পিটিয়ে, হলুদের রঙে রঙিন হয়ে প্রধানমন্ত্রীর জনসভায় সঙ্গীন হতে ছুটছে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে হরেক রকমের নিরাপত্তার ব্যবস্থা।
জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) ভোর চারটা থেকে দূরদূরান্ত থেকে সমাবেশস্থলে ছুটে আসছেন তারা।
হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘আমরা এক ইউনিয়ন থেকে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে চার হাজার দলীয় নেতাকর্মী বের হয়েছি।’
সাতকানিয়া উপজেলা থেকে আসা সাইমুন নামের এক যুবলীগের কর্মী বলেন, ‘আমরা ফজরের আজানের পর পর বের হয়েছি। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে পারলে আমাদের এই আগমন সফল হবে।’