আইফোন ভারতে তৈরি হবে, এই নিয়ে বিগত কয়েক বছরে কম জল্পনাকল্পনা হয়নি। স্মার্টফোন উৎপাদনের ক্ষেত্রে যে দেশের দিকে তাকিয়ে থাকত কোম্পানিগুলো, সেই চীনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা। এই তালিকায় বড় নাম অ্যাপল। সম্প্রতি ভারতে টাটা গ্রুপের সঙ্গে বড় চুক্তি করেছে আইফোন প্রস্তুতকারী সংস্থা Wistron।
কিছু মাস আগে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, ভারতে আইফোন বানাবে টাটা গ্রুপ। তবে এদিন, আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, আইফোন বানাবে টাটা গ্রুপ এবং সেটি ভারত তথা বিশ্ব বাজারে বিক্রি হবে।
স্বাভাবিকভাবেই যে দেশে ফোন বানানো হয়, সেই দেশের নাম থাকে ফোনের পেছনে। এতদিন মেড ইন চায়না ফোন দেখে আসছিলেন ভারতীয়রা। তবে খুব শীঘ্রই সেই দৃশ্য বদলাতে চলেছে। আইফোনের মতো বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি স্মার্টফোনের পেছনে লেখা থাকবে ‘মেড ইন ইন্ডিয়া’। এদিন কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে জানান, ‘পিএলআই স্কিমের অধীনে স্মার্টফোন উৎপাদন এবং রফতানির ক্ষেত্রে ভারতকে একটি বিশস্ত ও প্রধান কেন্দ্রে পরিণত করেছে। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে ভারতে আইফোন তৈরি করা শুরু করবে টাটা গ্রুপ প্রসঙ্গত, দক্ষিণ ভারতে অনেক দিন ধরেই আইফোন অ্যাসেম্বেল করছে Wistron। তাদেরই কারখানা অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রুপ। দুই কোম্পানির মধ্যে প্রায় ১০৪০ কোটি টাকার চুক্তি ফাইনাল হয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলেই ভারতে আইফোন বানানো শুরু করবে টাটা গ্রুপ।
২০২১ সালে সরকারের পক্ষ থেকে প্রোডাকশন লিংকড ইনসেন্টিভ বা পিএলআই স্কিম ঘোষণা করা হয়। স্থানীয় উত্পাদন, কর্মসংস্থান এবং রফতানি বৃদ্ধি করতে বিদেশি ও দেশীয় সংস্থাগুলোর জন্য ইনসেন্টিভ বাবদ ১.৯৭ লাখ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র।
ইলেকট্রনিক্স পণ্য, হোয়াইট গুডস, মেডিকেল ডিভাইস, অটোমোবাইল, স্টিল, সোলার পিভি মডেল, অ্যাডভান্স সেল ব্যাটারি, ড্রোন, ফার্মাসিউটিক্যালসসহ ১৪টি সেক্টর অন্তর্ভুক্ত করা হয় এই স্কিমের অধীনে।