‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’-এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী অভিযান শুরু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে সেখানে ডেঙ্গু প্রতিরোধে নানা বিষয়ের কথা তুলেন ধরেন বক্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ।
র্যালি শেষে শহরের পরিস্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, সহকারী পুলিশ সুপার (অপস্) শেখ মো. মুরসালিন, পৌর মেয়র খালিদ হোসেনসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, প্রশাসনের একার পক্ষে কোনো অবস্থাতেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য সমাজের সকলস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যাতে বাসাবাড়ির বিভিন্ন পাত্রে জমা থাকা পানিতে এডিস মশা তৈরি না হয়। এ ছাড়া ডেঙ্গু রোগের কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পচ্ছিন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।