মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

হেরে গেলেন সারা!

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:০০

দীর্ঘদিন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলী খানের প্রেম নিয়ে সরগরম ছিল বলিপাড়া। পরে সেই সম্পর্ক ভেঙেও যায়। যদিও মাঝে মাঝেই আবারও একে অপরের কাছে আসার আভাসও দেন এই জুটি। তাদের এমন সম্পর্কের দোলাচলের মাঝেই নতুন গুঞ্জন রটে ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাইফ কন্যা। একাধিকবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও সময় কাটনোর ছবি প্রকাশ্যে এসেছে। 

এমনকি নিজের ছবির প্রচারে সারা জানিয়েছিলেন ক্রিকেটার বিয়ে করতে তার আপত্তি নেই! কিন্তু হঠাতই যেন সমস্ত প্রচারের আলো কেড়ে নিলেন শচীন-কন্যা সারা টেন্ডুলকার। গুঞ্জন চলছে পুরনো সারাকে ভুলে নতুন সারায় মন দিয়েছেন শুভমন।

 

সম্প্রতি সারার সঙ্গে শুভমনের বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর এতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন সাইফ কন্যা সারা আলী। বিশ্বকাপ শুরু হওয়ার পরই তীর্থ করতে বেরিয়ে যান সারা। ফিরে এসে কাজেও মন দিয়েছেন তিনি। যদিও একের পর এক প্রেম-বিচ্ছেদের পরও নিজেকে সিঙ্গেল দাবি করছেন সারা আলী খান। তবে তার এমন সিঙ্গেল দাবি মেনে নিতে নারাজ ভক্তরা। তাদের মতে, একাধিকবার মন ভেঙে যাওয়ার কারণেই নিজেকে আড়াল করছেন সারা। শচীন কন্যার কাছে হেরে গেছেন তিনি!

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন