নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে যুবলীগের প্রতিষ্ঠাবাষিকী। শনিবার (১১ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ড. আশিকুর রহমান শান্তর ভোলা উকিলপাড়ার বাসভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে শহরের উকিলপাড়া শান্ত নীড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ যুব লীগের সদস্য ড. আশিকুর রহমান শান্ত।
এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যুবলীগ রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। বঙ্গবন্ধুর জন্য আমরা কিছু করতে পারিনি, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকে কেউ বাঁকা চোখে তাকালে আমরা তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবো।
এসব অনুষ্ঠানে সাবেক ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীনসহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।