বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন জাগোর করভি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:৩০

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার গ্রহণ করেছেন।

ইমার্জেন্ট লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন তিনি। ১১ নভেম্বর বিকেলে ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেছেন।

করভির হাতে পুরস্কার তুলে দিয়েছেন তৃতীয় অরেলিওর চেয়ারম্যান আর. মন্টিনোলা এবং সিনেটর র‍্যামন বি. ম্যাগসেসে জুনিয়র। অনুষ্ঠানে বক্তব্য দেন ২০০২ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার দ্য ভেনারেবল পমনিয়ান সুনিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিলিপাইনের ফার্স্ট লেডি খ্যাত লিজা অ্যারানেতা-মার্কোস।

পথশিশুদের পড়ালেখা শেখানোর উদ্দেশে ২০০৭ সালে ঢাকার রায়েরবাজার বস্তিতে একটি ভাড়া রুম এবং মাত্র ১৭ জন ছাত্রছাত্রী নিয়ে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন করভি রাখসান্দ। এরপর দ্রুত সামনে এগিয়েছে জাগো। এ পর্যন্ত সারা বাংলাদেশে ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে সরকার-স্বীকৃত ইংরেজি কারিকুলামে শিক্ষা প্রদান করেছে। এছাড়া সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করা, সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ও হাজারো তরুণ-তরুণীকে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করার কাজটি করেছে এই সংগঠন।

করভি রাখসান্দ

এ বছর বিভিন্ন বিভাগে মোট চারজনকে এই পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে বাংলাদেশের করভি রাখসান্দসহ আরও রয়েছেন ভারতের রবি কান্নান, ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরার, এবং পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস। এর আগে গত ৩১ আগস্ট পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছিল।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসেসের স্মরণে ১৯৫৭ সালে রকেফেলার ব্রাদার্স ফান্ড প্রবর্তন করে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার। নিষ্ঠা ও সাহস নিয়ে এশিয়ায় উল্লেখযোগ্য ভূমিকায় কাজ করে যাওয়া ব্যক্তিরাই এই সম্মাননায় ভূষিত হন।

ইত্তেফাক/এসটিএম