বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

'ডানা ভাই আসলেই জোস'

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:০৫

জনপ্রিয় ইউটিউবার কামরুন নাহার ডানা। 'ডানা ভাই' নামেই তিনি বেশি পরিচিত। ছোটবেলায় পাড়ার বড় ভাইদের দেখে ভাবতেন বড় হয়ে তিনিও 'ভাই' হবেন। মেয়ে হয়ে বাস্তবে তেমনটা না হওয়া হলেও মজার ছলে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজের নামে 'ভাই' যুক্ত করেন। নানারকম কন্টেন্টে জনপ্রিয়তা বাড়ে, যেখানে নিজেই করতেন নিজের গুণগান। এভাবেই 'ডানা ভাই জোস' হয়ে ওঠা।

অভিনয় করা কিংবা ভিডিও কন্টেন্ট তৈরিতে ভালোলাগা থেকে ২০১৪ সালে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি। ২০২০ সালে খোলেন 'ডানা ভাই জোস' পেজটি। এরপর থেকে নিয়মিত ভাইরাল হয়েছে তার বিভিন্ন কন্টেন্ট। এখন তাঁর পেজের ফলোয়ার প্রায় দশ লাখ।

কামরুন নাহার ডানা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেছেন। পরে ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে এনভাইরনমেন্টাল ল' অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের ওপর মাস্টার্স করেন। কন্টেন্ট ক্রিয়েশনেই বেশি সময় দিচ্ছেন তিনি।

ডানা বলেন, 'ছোটবেলা থেকেই আমি ডানপিটে স্বভাবের। পাড়ায় খেলার সময় বড় ভাইরা খেলতে আসলে মাঠ ছেড়ে দেওয়া লাগতো, তা দেখে নিজেরও খুব ভাই হওয়ার ইচ্ছা হতো। ডানপিটেপনার ইচ্ছা থেকেই নিজের পেজের নাম রেখেছি ডানা ভাই।'

ডানা একসময় রেডিও জকি'ও ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আরজে হিসেবে পিপলস রেডিও ৯১.৬ এফ এমএ অসংখ্য শো করেছেন তিনি।

ডানা বলেন, 'নিজেকে ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ভালো থাকার অঙ্কটা নিজেকে কষে নিতে হবে। কারণ আপনার গল্পের আপনিই লেখক, বাকিরা কেবলই পাঠক। এভাবেই আপনি জোস হয়ে উঠতে পারবেন।'

ইত্তেফাক/এসটিএম