বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২ ছাত্রদল নেতা হত্যা মামলা: বিএনপি নেতা খায়রুল কবির খোকন রিমান্ডে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০:৩৩

নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার জানান, আদালতে ৬ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

জানা যায়, গত ২৫ মে নরসিংদী শহরে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা শতাধিক মোটর সাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আসার পর দুর্বৃত্তদের গুলিতে আহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও তার সহযোগী আশরাফুল হক। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদেকুর রহমান, পরদিন চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল হক মারা যায়। 

এ ঘটনায় নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানাসহ জেলা বিএনপির ৩০ জনের নামে হত্যা মামলা করেন। ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।

গত ২৭ জুলাই তার জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। এরই প্রেক্ষিতে গত ১০ অক্টোবর ঢাকা থেকে খায়রুল কবির খোকনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

দুই ছাত্রদল নেতা হত্যা মামলা ছাড়াও খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ডিএমপি রমনা মডেল থানা, পল্টন থানা, মতিঝিল থানা, ভাটারা থানা, শাহাবাগ থানা, নরসিংদী সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। 

ইত্তেফাক/পিও