প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২ নভেম্বর আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত হেলেনা জাহাঙ্গীরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্র জানায়, ২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ কয়েকজনের নামে একটি প্রতারণার মামলা করেন। ২০২২ সালের ১৮ এপ্রিল আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এরপর গত ২০ মার্চ হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ আসামির বিরুদ্ধে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে রায়ের দিন উপস্থিত না থাকায় আদালত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।