মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিএনপির ৩ নেতার কারাদণ্ড

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৯:৪৯

রাজধানীর ভাষানটেক থানার নাশকতার মামলায় বিএনপির তিন নেতা-কর্মীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ রায় দেন। 

রায়ে দণ্ডিত আসামিদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক। 

এদিন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাজাহান খান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে ভাসানটেক এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।

ইত্তেফাক/পিও