বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: মেয়র আনোয়ারুজ্জামান

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৮:২২

সিলেট সিটির মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রতির অক্ষুণ্ন রেখে ‘ধর্ম যার যার- রাষ্ট্র সবার’- এই আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে সবাইকে দেশগড়ার কাজ করতে হবে।

শনিবার (১৮ নভেম্বর) সিলেট নগরীর চালিবন্দরস্থ শ্রী শ্রী ভৈরব মন্দিরে অষ্টপ্রহর লীলাকীর্তনে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই।’

সেখানে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক দিবাকর ধর রাম, পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, মহানগর আওয়ামী লীগ ১৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, ধনেশ দেব, দিপক ঘোষ, স্বপন কর্মকার, শ্যামল রায়, অজয় পাল অংশুমান দত্ত অঞ্জন, উত্তম ঘোষ,যিশু কৃষ্ণদেব জনিসহ মন্দির পরিচালনা কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এইচএ