বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৬

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় একটি ফিলিং স্টেশনে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোরে বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই এলাকার একটি ফিলিং স্টেশনে জিএম ট্রাভেলসের তিনটি বাস পার্কিং করা ছিল। এতে আগুন দিলে তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়ার পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জিএম ট্রাভেলসের বাস পার্কিং করে রাখা হয়। ভোরে দুর্বৃত্তরা তিনটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের দৃষ্টিতে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/এসকে