বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

দুবাই গেলেন সাকিব

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

আগামী মাসেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই বেশ ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরই মাঝে দুই দিনের সংক্ষিপ্ত সফরে দুবাই গেছেন সাকিব। 

শনিবার (২ ডিসেম্বর) সকালে দুবাইতে পৌঁছেছেন সাকিব। দেশের এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মূলত আবুধাবী টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফটোশুটে অংশ নিতে তার এই সংক্ষিপ্ত সফর। যদিও ইনজুরির কারণে এবারের আসরে দলটির হয়ে মাঠে নামা হচ্ছে না এই সাকিবের।

আবুধাবী টি-টেন লিগের এবারের আসরে কোনো ম্যাচ খেলতে না পারলেও মাঠে বসে দলকে অনুপ্রেরণা যোগাতে দেখা যাবে সাকিবকে। সঙ্গত কারণে দুই দিন দুবাইতে থাকবেন টাইগার অধিনায়ক।
 

 

ইত্তেফাক/জেডএইচ