শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

আইপিএল খেলবেন না আর্চার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:০০

ইংলিশ ক্রিকেটাররা হুট করেই নিজেদের গুটিয়ে নিচ্ছেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে। এর আগে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও অধিনায়ক জস বাটলার জানিয়েছিলেন, ২০২৪ আইপিএলে খেলবেন না তারা।

এবার তাদের পাশে যোগ হলো আরেক ইংলিশ ক্রিকেটারের নাম। হঠাৎ করেই আইপিএল না খেলার ঘোষণা দিয়েছেন ইংলিশ পেস বোলার জোফরা আর্চার। জানা গেছে, দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়ছেন এই পেসার। তাই এই বোলারকে নিয়ে নতুন করে কোনো রিস্ক নিতে চায় না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ডের কথামতো আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলাম থেকে নিজের নাম তুলে নেন আর্চার।

গত কয়েক বছরে আইপিএলে আর্চারকে নিয়ে নাটকীয়তাও কম হয়নি। মূলত তার গতির কারণে ফ্রাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকার শীর্ষে জোফরা আর্চার। একটি ম্যাচও খেলতে পারবেন না জেনেও গত ২০২২ মৌসুমে তাকে বড় অঙ্কে কিনে নিজেদের দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

এরপর সর্বশেষ ২০২৩ মৌসুমে আইপিএলে তাকে দলে ধরে রাখে মুম্বাই। কিন্তু এই বছরও দুর্ভাগ্যজনকভাবে তাকে পড়তে হয় চোটের কবলে। তাই আসন্ন ২০২৪ মৌসুমে দেখা যাবে না এই ইংলিশ স্পিড স্টারকে।

ইত্তেফাক/এএম