রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৯

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩৯ মারা গেলেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।  

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৩ লাখ ১৪ হাজার ৩৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার এক লাখ ৮ হাজার ৪০৪ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৬ হাজার ৯৮৪ জন বলে জানা গেছে। 

ইত্তেফাক/ডিডি