শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ফায়ার সার্ভিসের তথ্য

হরতাল-অবরোধে পুড়েছে ২৬৩ বাহন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৩২

গত ২৮ অক্টোবর বিএনপির ঢাকা সমাবেশের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৬৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে ১৬২টিই বাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এই পরিসংখ্যান উঠে এসেছে। 

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, ২৮ অক্টোবর থেকে আজ ভোর ৬টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া যানবাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৬টি অন্য গাড়ি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস। 

ইত্তেফাক/জেডএইচডি