মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গুলিস্তানে বাসে আগুন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ‘সকাল নয়টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের খবর আসেনি।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে বাসে আগুন দেওয়ার সময় মোহাম্মদপুরে দুজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। তার যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঢাকার বাইরেও গাড়িতে আগুন দেওয়ার খবর এসেছে।

ইত্তেফাক/এইচএ
 
unib