বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

যমুনা ব্যাংকের নতুন লোগো উন্মোচন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:১২

গ্রাহকের আস্থা ও বিশ্বাস সঙ্গে নিয়ে যমুনা ব্যাংক এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় এবার শুরু হলো আরেকটি নতুন অধ্যায়। সমৃদ্ধি ও উদ্ভাবনের অনন্য মেলবন্ধনে আরো উন্নত ও স্মার্ট ব্যাংকিং সেবার অঙ্গীকার নিয়ে নতুন লোগো উন্মোচন করলো যমুনা ব্যাংক।

সম্প্রতি ব্যাংকের সব পরিচালকদের সঙ্গে নিয়ে স্থানীয় একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান সাইদুল ইসলাম।

এ সময় ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। আরও ছিলেন প্রধান কার্যালয় ও ব্যাংকের সব শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা।

ইত্তেফাক/জেডএইচডি