সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ধানমন্ডিতে বাসে আগুন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৮

রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল নয়টার দিকে কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় হতাহতের খবর আসেনি।

এর আগে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে বাংলামোটর মোড়ে লাব্বাইক নামে একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া রাতে যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ইত্তেফাক/এইচএ