অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
এবারের জাতীয় নির্বাচনে 'কাঁচি' প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছিলেন শেখ মুজিবুর রহমান। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। যে কারণে নির্বাচনী মাঠ থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না।