দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। তিনি ১ লাখ ১৫ হাজার ৪৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন ২ হাজার ১৮১ ভোট।
এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইউসুফ আহমেদ (আম) পেয়েছেন ৯৫০ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট আব্দুল বাছিত (ছড়ি) পেয়েছেন ১৩ ভোট।