মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

শ্রীলঙ্কার সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতের ১০ জেলে আটক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:১২

শ্রীলঙ্কার সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতের ১০ জেলেকে আটক করেছে দেশটির নৌবাহিনী। তাদের ট্রলারগুলোও জব্দ করা হয়েছে। একই অভিযোগে গত দুদিন আগেও ১২জন ভারতীয় জেলেকে আটক করেছিল শ্রীলঙ্কা।

সোমবার শ্রীলঙ্কার এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর পিটিআইয়ের।

শ্রীলঙ্কার নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাফনার পয়েন্ট পেড্রোর উত্তরে রোববার জেলেদের গ্রেপ্তার ও তাদের ট্রলার জব্দ করা হয়েছে। আটক দশ জেলেকে কানকেসান্থুরাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মাইলাদি ফিশারিজ ইন্সপেক্টরের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) দ্বীপ দেশটির সমুদ্রসীমায় চোরাচালানের অভিযোগে ১২ জনের মতো ভারতীয় জেলেকে গ্রেপ্তার ও তাদের তিনটি ট্রলার জব্দ করা হয়েছিল।

জেলেদের আটকের বিষয় নিয়ে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্কে বিতর্কি চলছে। লঙ্কান নৌবাহিনীর কর্মীরা পক প্রণালীতে ভারতীয় জেলেদের ওপর গুলি চালিয়েছে। এমনকি শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশের একাধিক অভিযোগে তাদের নৌকাও আটক করে।

পক প্রণালী মূলত তামিলনাড়ুকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে। এ জায়গাটি উভয় দেশের জেলেদের জন্য একটি সমৃদ্ধ মাছ ধরার জায়গা।

আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা অতিক্রম করার ও শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় জেলেদের বহুবার গ্রেপ্তার করার উদাহরণ রয়েছে। ২০২৩ সালে দ্বীপরাষ্ট্রের নৌবাহিনী শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরতে আসায় ৩৫ ট্রলারসহ ২৪০ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছিল।

ইত্তেফাক/এসএটি
 
unib