সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় অসহায়, দুঃস্থ ও পথচারীদের মধ্যে তিনি কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহসভাপতি ঝন্টু তালুকদার, জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক শাহ আলম সেরুল, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।