রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৮

নীলফামারীর কিশোরগঞ্জ মাদ্রাসাছাত্রী ধর্ষণর অভিযোগে নাজির উদ্দিন (৩৫) নাম এক যুবককে আটক করছ পুলিশ। অভিযুক্ত ওই যুবক নীলফামারী সদর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানর ছেলে। 

ভুক্তভোগীর দাদি জানান, তার নাতনি (১৬) গদা মহিলা মাদ্রাসার ছাত্রী। সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঘন কুয়াশার মধ্যে নাতনি মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে ওৎ পেতে থাকা ওই লম্পট অপহরণ করে মেয়েটিকে তার বাসায় নিয় যায়। স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুযোগে তাকে আটক রেখে ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বুধবার স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্তকে সন্ধ্যায় পুলিশর হাতে সোপর্দ করে। ভুক্তভোগী ওই মাদ্রাসা শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে বলেন, সে আমাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবার দায়র করা মামলায় আসামিকে কারাগার পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এসএআর/পিও