শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

১০ মে-এর মধ্যে মালদ্বীপ ছাড়বে ভারতের সেনারা: মালদ্বীপের প্রেসিডেন্ট

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

মালদ্বীপের সার্বভৌমত্বের ওপর কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। সোমবার (৫ ফেব্রুয়ারি)  মালদ্বীপে চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন।

মুইজ্জু বলেন, ১০ মার্চের মধ্যে মালদ্বীপের তিনটি বিমানঘাঁটির একটি থেকে ভারতীয় সেনারা সরে যাবেন। ১০ মে-এর মধ্যে অপর দুই বিমানঘাঁটি থেকেও ভারতীয় সেনারা বিদায় নেবেন।

প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেন, ‘কোনো দেশকে আমাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করতে কিংবা সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না।’

এর আগে শনিবার ভারত আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই পক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কয়েক দফা আলোচনার মধ্যে এ ঘোষণা এল।

মালদ্বীপে ভারতের প্রায় ৮০ জন সেনা সদস্য নানা দায়িত্বে রয়েছেন। মে মাসে সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার পর বেসামরিক কর্মকর্তারা তাদের স্থলাভিষিক্ত হবেন বলেও উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতীয় সেনাদের প্রথম দলটি আগামী ১০ মার্চ এবং শেষ দলটি ১০ মে মালদ্বীপ ছেড়ে যাবে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

ইত্তেফাক/এএইচপি