বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইর্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, উইল জ্যাকস, মুহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, আমের জামাল ও আলিস ইসলাম। 

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, আকবর আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ। 

 

ইত্তেফাক/এএম