রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় তার হৃদরোগের সমস্যা ধরা পড়ে।
এদিকে শুক্রবার রাত ৮টায় তাকে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র লিটন তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ন্যাম ভবনে হঠাৎ অসুস্থ বোধ করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা। রাতেই তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার পর তার হার্টের সমস্যা ধরা পরে। এর পর তাকে হাসপাতালে ভর্তি করে সিসিইউতে নেওয়া হয়। তবে শুক্রবার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।