দিনাজপুরের ফুলবাড়ীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ। লাভ বেশি হওয়ায় প্রায় প্রতিটি মুদি দোকানে অবাধে বিক্রি হচ্ছে এই পলিথিন ব্যাগ।
পৌর বাজারের মুদি দোকানি সুশিল চন্দ্র রায় বলেন, ‘ছোট ছোট পলিথিন ব্যাগ থাকলে অল্পস্বল্প ক্রেতার মালামাল সেটা দিয়ে দেওয়া যায়। এতে ক্রেতারও মালামাল নিয়ে যেতে সুবিধা হয়।’ খুচরা মাছ ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘ক্রেতাদের মাছ কেটে ছেটে পলিথিন ব্যাগে দিয়ে দিলে মাছের রক্ত কিংবা পানি শরীরে লাগে না। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সুবিধা হয়।’ হোটেল ব্যবসায়ী দুলাল চন্দ্র বলেন, ‘ক্রেতাদের পলিথিনের ব্যাগে খাদ্যসামগ্রী দিলে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া পেপারের কাগজে খাদ্যসামগ্রী দিলে সেগুলো পেপারের কালি খাদ্যসামগ্রীতে লেগে যায়, এ কারণে ক্রেতারাও পলিথিন ব্যাগেই খাদ্যসামগ্রী নিতে আগ্রহী হয়ে থাকেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, ‘খুব শিগগিরই নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’